পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিল কংগ্রেস
ভারতে একনাগাড়ে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ভারত বনধ’-এর ডাক দেয়া হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা গতকাল (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পেট্রেল, ডিজেল ও গ্যাসের ঊর্ধ্বমুখী দামের উত্তাপে পুড়ছে সাধারণ মানুষ। এর প্রতিবাদে কংগ্রেস আগামী ১০ সেপ্টেম্বর দেশজুড়ে বনধ পালন করবে।’
তিনি বলেন, ‘গত চার বছরে পেট্রল, ডিজেলের শুল্ক বাবদ এগারো লাখ কোটি টাকা সাধারণ মানুষের থেকে ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় মোদি সরকার। কেন তা কমানো হচ্ছে না? কেনই বা পেট্রল, ডিজেলকে জিএসটি’র (পণ্য ও পরিসেবা কর) আওতায় আনা হচ্ছে না? প্রধানমন্ত্রীকে এর জবাব দিতে হবে।’
কংগ্রেসের পক্ষ থেকে ওইদিন সমস্ত রাজ্য, জেলা সদরের পাশাপাশি পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে।
কংগ্রেসের দাবি, সিপিএমসহ সমস্ত বামপন্থী দল, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, ডিএমকে, এনসি’র মতো বিজেপি বিরোধী দলগুলো বনধকে সমর্থন জানিয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল বনধে শামিল না হলেও তারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে বলে জানিয়েছে।

কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট বলেন, ‘ নরেন্দ্র মোদি সরকারের ঘুম ভাঙাতে আমরা ভারত বনধ ডেকেছি। এই সরকার সাধারণ মানুষের উপরে বোঝা চাপিয়েছে। তিনি বনধের দিন কংগ্রেস এবং বিজেপি বিরোধী অন্য রাজনৈতিক দলের কর্মীদের পেট্রল পাম্পের সামনে প্রতীকী ধর্না-অবস্থানে বসার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭