এশিয়ান গেমস: কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ইরানের পুরুষ কাবাডি দল
এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতল ইরানের পুরুষ কাবাডি দল।
আজ (শুক্রবার) জাকার্তার থিয়েটার গারুডা স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ছয়টায় শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার দলকে ২৬-১৬ ব্যবধানে হারায় ইরান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইরানি খেলোয়াড়রা। প্রথমার্ধে ১০-৮ ব্যবধানে এগিয়ে যান তারা। দ্বিতীয়ার্থে আক্রমণের ধার বাড়িয়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে স্বর্ণ জয় নিশ্চিত করে ইরানি দল।

এর আগে, গতকাল সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে ইরান। এশিয়ান গেমসে ১৯৯০ সালে অন্তর্ভুক্ত কাবাডিতে প্রতিবারই সোনা পেয়ে আসছিল ভারত। ইরান ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে রানার্সআপ হয়। অবশেষে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো কাবাডিতে শিরোপা জয়ের স্বাদ পেল ইরান।

এদিকে, আজ ইরানের নারী কাবাডি দল দুইবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে।

চলমান এশিয়ান গেমসে ইরান এ পর্যন্ত ১২টি স্বর্ণ, ১১টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন