মার্কিন সেনারা নিজ থেকে চলে গেলেই খুশি হবো: সিরিয়া
-
সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মেকদাদ
সিরিয়া বলেছে, তার দেশে উপস্থিত মার্কিন সেনাদেরকে নিজ থেকেই চলে যাওয়া উচিত, অন্যথায় তাদেরকে দখলদার বাহিনী হিসেবে গণ্য করা হবে।
লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মেকদাদ বলেন, "তার দেশে কোনো বিদেশি সেনার উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছুক যেকোনো পক্ষকে সিরিয় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।" তিনি আরো বলেন, মার্কিন বাহিনী সিরিয়ার বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এবং তারা সিরিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
জাতিসংঘ এবং দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি দায়েশের বিরুদ্ধে কথিত সামরিক অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। এসব হামলায় বেশিরভাগ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং তাকফিরি দায়েশের শক্তি খর্ব করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
এছাড়া, সিরিয়ার দেইর আয যোর থেকে তাকফিরি সন্ত্রাসী দায়েশকে নির্মূলে দেশটির সেনাবাহিনী এবং মিত্রবাহিনীর অভিযানকে সর্বশেষ বড় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন উপ পররাষ্ট্রমন্ত্রী মেকদাদ। তিনি বলেন, এর পর কেবল কিছু ছোট ছোট যুদ্ধ অবশিষ্ট রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১