ভারতে বিধানসভা নির্বাচন:
উত্তর প্রদেশে ‘সপা’র ১৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ, মুসলিম ৩১
-
সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি (সপা)। এরমধ্যে মুসলিম প্রার্থী করা হয়েছে ৩১ জনকে। ‘সপা’ প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব লড়বেন মইনপুরীর করহাল আসন থেকে। সীতাপুর জেলে থাকা অবস্থায় ‘সপা’ নেতা আজম খান রামপুর থেকে নির্বাচনী মাঠে নামবেন। একইসঙ্গে আজম খানের ছেলে আবদুল্লাহকে সোয়ার আসন থেকে টিকিট দেওয়া হয়েছে।
গতকাল (সোমবার) ‘সপা’র প্রথম তালিকা প্রকাশের সাথে সাথেই রাজ্যটিতে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে। সমাজবাদী পার্টির প্রথম তালিকায় ১৫৯টি নামের মধ্যে ‘এম-ওয়াই’ অর্থাৎ মুসলিম-যাদব সমীকরণ স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলটি ৩১ জন ‘মুসলিম’কে টিকিট দিয়েছে। যেখানে ২০ জন ‘যাদব’ প্রার্থী মাঠে থাকবেন। এর পাশাপাশি ‘ওবিসি’ ভোটারদের দিকেও পূর্ণ নজর দিয়েছে সপা। দলটি ২০ জন যাদবসহ মোট ৬৬ জন ‘ওবিসি’ (অন্যান্য অনগ্রসর শ্রেণি) প্রার্থীকে টিকিট দিয়েছে।
যদি সপা প্রার্থীদের শ্রেণী অনুসারে দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে দলটি ৩২ দলিত, ৩১ মুসলিম, ১১ ব্রাহ্মণ, ৯ বৈশ্য, ৫ ঠাকুর এবং ৩ শিখ প্রার্থীকে টিকিট দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল অখিলেশ এবং সপা অন্যান্য দল থেকে আসা নেতাদের প্রতি কম আস্থা প্রকাশ করেছেন। দলটি বিএসপি থেকে সপায় আসা ৩ জন, কংগ্রেস ও বিজেপি থেকে আসা নেতাদের মধ্যে ২ জন করে টিকিট দিয়েছে।
এদিকে, ‘সপা’র তালিকা প্রকাশ্যে আসার পরেই দলটিকে টার্গেট করেছে বিজেপি। বিজেপি নেতারা বলেছেন, দাগী প্রার্থীদের টিকিট দিয়ে দাঙ্গা বাধানোর ইচ্ছা রয়েছে অখিলেশের। কাইরানা থেকে নাহিদ হাসানের টিকিট নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির যোগদান কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ী। তিনি বলেন, পাকিস্তানের প্রতি অখিলেশের প্রেম প্রকাশ্যে এসেছে।
উত্তর প্রদেশে মোট ৪০৩টি আসনের জন্য সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচন হবে ১০ ফেব্রুয়ারি এবং এর সূচনা হবে পশ্চিম উত্তর প্রদেশ থেকে। একই সময়ে, দ্বিতীয় দফায় ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফায় ২৩ ফেব্রুয়ারি, ৫ম দফায় ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফায় ৩ মার্চ এবং ৭ম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ।#
পার্সটুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।