আজারবাইজানের ভূখণ্ড মুক্ত হওয়ায় ইরানের সর্বোচ্চ নেতাও খুশি: জেনারেল বাকেরি
-
মোহাম্মাদ বাকেরি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। ইরান এ বিষয়ে সংবেদনশীল।
তেহরানে আজ (মঙ্গলবার) আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী জাকের হাসানুভের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরানের সামরিক প্রধান বলেন, তার দেশ সব ধরণের আগ্রাসনের বিরোধী। এ কারণে তিন দশক পর আজারবাইজান যখন তাদের ভূখণ্ড উদ্ধার করতে সক্ষম হলো তখন ইরানের সর্বোচ্চ নেতা ও জনগণ সন্তোষ প্রকাশ করেছেন, খুশি হয়েছেন।
জেনারেল বাকেরি আরও বলেন, ইরান ও আজারবাইজানের মধ্যে নানা ক্ষেত্রে মিল রয়েছে। আজারি প্রতিরক্ষামন্ত্রীর তেহরান সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কারিগরিসহ বিভিন্ন সম্পর্ক জোরদারের একটা সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী আজ উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে এসেছেন। ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মাদ বাকেরি বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।