ব্যাখ্যা দিল আঙ্কারা-
রাশিয়ার ওপর তুরস্ক কেন নিষেধাজ্ঞা আরোপ করে নি?
-
তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন
অর্থনৈতিক বাস্তবতা এবং ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণের জন্য তুরস্ক পশ্চিমাদের অনুকরণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নি। তুরস্কের হাবের তুর্ক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন একথা বলেছেন।
তিনি বলেন, "তুরস্ক জ্বালানির জন্য বিদেশি উৎসের ওপর নির্ভরশীল, সেজন্য আমরা ইরানের সঙ্গে যেমন সম্পর্ক বজায় রাখে তেমনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছি। একই সঙ্গে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।”
ইব্রাহিম কালিন বলেন, “ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করি নি। আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে।” ইব্রাহিম কালিনের মত হচ্ছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তাতে মস্কোর চেয়ে তুরস্কের ক্ষতি হবে বেশি।
তিনি আরো বলেন, “আমরা একটি পরিষ্কার অবস্থান নিয়েছি। বর্তমানে পশ্চিমারা সেটি মেনে নিয়েছে। ভূ রাজনৈতিক কারণে তারা তুরস্কের অবস্থান সম্পর্কে কোনো কিছু বলে না।”
তিনি আরো বলেন, রাশিয়ার ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাকে তুরস্ক সমর্থন করে না।#
পার্সটুডে/এসআইবি/২৭