আমেরিকার উচিত সৌদি জোটের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া: হুথি আন্দোলন
-
মোহাম্মাদ আলী আল-হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনি জনগণের ওপর রক্তক্ষয়ী সামরিক আগ্রাসনে লিপ্ত রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মার্কিন নতুন প্রশাসনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আলী আল-হুথি এসব কথা বলেন।
তিনি বলেছেন, “ইয়েমেনের হুথি আন্দোলনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার চেয়ে বাইডেন প্রশাসনের উচিত ছিল আগ্রাসনকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। ক্ষমতা থেকে বিদায় নেয়ার নয়দিন আগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুথি আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে কালোতালিকাভুক্ত করে তাদের সঙ্গে সব ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি সরকারের সঙ্গে ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠতা ছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত সোমবার এই নিষেধাজ্ঞা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন। ট্রাম্পের সিদ্ধান্তটি পর্যালোচনা করে দেখছে বাইডেন প্রশাসন।#
পার্সটুডে/এসআইবি/২৭