আমেরিকার সঙ্গে আলোচনা অর্থহীন, তারা সব সময় ইসরাইলের পক্ষে: লেবাননের হিজবুল্লাহ
-
শেইখ নায়িম কাসেম
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। তাদের সঙ্গে আলোচনার মানে হয় না।
লেবাননের 'নুর' রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
হিজবুল্লাহর উপ-মহাসচিব আরও বলেছেন, হিজবুল্লাহর কাছে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তাহলো এই অঞ্চলে দখলদার ইসরাইলের অস্তিত্ব ও এর হুমকি।
লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকার সঙ্গে যেকোনো আলোচনায় ওয়াশিংটন ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কাজ করে এবং তাদের পক্ষ নেয়।
শেইখ নায়িম কাসেম বলেন, ইহুদিবাদীরা সব সময় আক্রমণাত্মক। কিন্তু প্রতিরোধ সংগ্রামীরা ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করে চলেছে এবং ইসরাইলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।
হিজবুল্লাহ প্রথম থেকেই কোনো ধরণের সময় ক্ষেপণ না করে লেবাননে সবার অংশগ্রহণে একটি সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।