নিরাপত্তার গ্যারান্টি চায় রাশিয়া
আমেরিকার সৃষ্ট সংকট মস্কোর জন্য উদ্বেগজনক: দিমিত্রি পেসকভ
-
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা অনর্থক যে সংকট সৃষ্টি করছে তা মস্কোর জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এ উদ্বেগের কথা জানান।
তিনি বলেন, ন্যাটো জোটের কাছে রাশিয়া নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে সে সম্পর্কে চলমান আলোচনায় আমেরিকার উত্তর শোনার পর পরিস্থিতি স্পষ্ট হবে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে বর্তমানে দীর্ঘমেয়াদি আলোচনা চলছে বলে জানান পেসকভ।
আমেরিকা ইউরোপে পাঠানোর জন্য সাড়ে আট হাজার সেনা প্রস্তুত করার যে কথা ঘোষণা করেছে তা দু’দেশের চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার নিরাপত্তা আলোচনা আপাতত শেষ হয়েছে। তবে পরবর্তীতে এ আলোচনা অব্যাহত রাখতে চাইলে রাশিয়া আগে নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত প্রস্তাবের উত্তর চাইবে।

রাশিয়া বলছে, পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার দেশটির জন্য হুমকি। ইউক্রেনকে যাতে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা না হয় সেজন্য পাশ্চাত্যের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে মস্কো। কিন্তু ন্যাটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া।
মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার সীমান্তে ন্যাটো জোটের সমরাস্ত্র বৃদ্ধি অব্যাহত রাখলে এবং ইউক্রেন ও জর্জিয়াকে এই জোটে অন্তর্ভুক্ত করা হলে সামরিক উপায়ে তার জবাব দেয়া হবে।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।