ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড: রাশিয়ার কড়া হুঁশিয়ারি
-
মেদভেদেভ
রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হওয়ার পরিণতির বিষয়ে পোল্যান্ডকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আজ (বৃহস্পতিবার) বলেছেন, পোল্যান্ডের কর্মকর্তারা ধ্বংসাত্মক উপায়ে দেশটির ইতিহাসের একটি বানোয়াট ভার্সন প্রচার করছে এবং রাশিয়াকে শত্রু হিসেবে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, রাশিয়ার মোকাবেলায় ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড যা ইউরোপের নিরাপত্তার জন্য বিপজ্জনক।
রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ আরও বলেন, পোল্যান্ডের সরকার রুশভীতি ছড়ানোর নীতি অনুসরণের মাধ্যমে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও জাতীয় অর্থনৈতিক স্বার্থকে বিপদের মুখে ফেলতেও প্রস্তুত রয়েছেন।
রাশিয়া ও ইউরোপের যৌথ গ্যাস প্রকল্প নর্ড স্ট্রিম টু-এর বিরুদ্ধে পোল্যান্ডের নানা অপতৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইউক্রেন-সংঘাতকে অপব্যবহার করে রাশিয়ার সঙ্গে ইউরোপের যৌথ সব প্রকল্প বন্ধের চেষ্টা চালাচ্ছে পোল্যান্ড। একইসঙ্গে দেশটি রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে, শীতল যুদ্ধ শুরু করতে চাইছে।
ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে পোল্যান্ড। ঐ সীমান্ত ব্যবহার করেই ইউরোপ ও আমেরিকা থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানো হচ্ছে বলে মস্কো অভিযোগ করে আসছে।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।