কথাবার্তা
‘টেলিপ্রম্পটার বিপর্যয়ে’ খেই হারালেন মোদী! রাহুলের কটাক্ষ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনা সংক্রমণ: ১২ জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ-ইত্তেফাক
- 'অতিমারী শেষ হতে এখনও দেরি আছে', সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা-মানবজমিন
- মতামত-সরকারের ওপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকতে হবে-প্রথম আলো
- আগামী নির্বাচনেও প্রহসনের খেলা হবে : জাফরুল্লাহ- কালের কণ্ঠ
- এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না’- যুগান্তর
ভারতের শিরোনাম:
- ‘টেলিপ্রম্পটার বিপর্যয়ে’ খেই হারালেন মোদী! রাহুলের কটাক্ষ, এই যন্ত্র কী ভাবে কাজ করে-আনন্দবাজার পত্রিকা
- মেয়াদ শেষের পথে, শীঘ্রই বাতিল দু’হাজার বাস, সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
- আবারও বোমাতঙ্ক দিল্লিতে! মিলল ২টি পরিত্যক্ত ব্যাগ, পুলিশ জানাল সন্দেহজনক নয়–আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার অনশনে শিক্ষার্থীরা-ইত্তেফাক
পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় এবার অনশনে বসলেন শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগসহ ৩ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন করছিলেন ওই হলের ছাত্রীরা। আন্দোলন চলার সময় শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
এ সম্পর্কে প্রথম আলো শিরোনাম করেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় ‘টাকার ব্যাগ’ আর ‘পিস্তল’ রেখে উপাচার্যের কুশপুত্তলিকা বানালেন শিক্ষার্থীরা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে তাঁর একটি কুশপুত্তলিকা তৈরি করেছেন শিক্ষার্থীরা। বাঁশ ও পাটের বস্তা দিয়ে বানানো কুশপুত্তলিকাটি উপাচার্যের বাসভবনের সামনে রাখা হয়েছে। মাথার অংশে রয়েছে উপাচার্যের ছবি। কুশপুত্তলিকার এক হাতে প্রতীকী টাকার ব্যাগ এবং অন্য হাতে আছে প্রতীকী পিস্তল।
করোনা সংক্রমণ: ১২ জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ। ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, ঢাকা ও রাঙ্গামাটিসহ ১২ জেলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা। আর সবুজ জোনে রয়েছে ১৬ জেলা। বুধবার (১৯ জানুয়ারি) সকালে এ ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ২২৮ শতাংশ রোগী বেড়েছে এক সপ্তাহে। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে অধিদপ্তর।
মানবজমিনের খবর-ওমিক্রনের পরে ফের আসতে পারে নতুন কোনো রূপ। তাই মহামারী এখনই শেষ হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। অতিমারী এখনও শেষ হয়নি এবং তা শেষের কাছেও পৌঁছায়নি। সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, 'বিশ্বব্যাপী ওমিক্রনের অবিশ্বাস্য বৃদ্ধির সাথে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে ট্র্যাকিং এবং তার মূল্যায়ন দিনকে দিন আরো জটিল হয়ে যাচ্ছে।
এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না’-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করার পর যে সম্মান আমরা আন্তর্জাতিকভাবে পেয়েছিলাম, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যে সম্মান আমরা হারিয়েছিলাম; আজকে আবার সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না তাঁর মতামত কলামে লিখেছেন, সরকারের ওপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকতে হবে। তিনি মন্তব্যে বলেছেন, যে দল যখন ক্ষমতায় থাকে, নির্বাচন কমিশন তার মোসাহেবি করে। প্রশ্ন হলো, নির্বাচন কমিশন নিয়ে মানুষের আস্থা থাকছে কি না। স্বতন্ত্রদের নির্বাচনে দাঁড়াতে বাধা সৃষ্টির পর তারা স্থানীয় নির্বাচনকেও দলভিত্তিক করেছে। এই যে সীমাবদ্ধতা নির্বাচন কমিশন করে দিয়েছে, এতে যতই আমরা আইন করি না কেন, তাতে গণতন্ত্র সুসংহত হবে না।
কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের নামে সরকার যেটা করতে যাচ্ছে তা দেখে মনে হচ্ছে, আগামী নির্বাচনেও একটা প্রহসনের খেলা হবে। এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
‘টেলিপ্রম্পটার বিপর্যয়ে’ খেই হারালেন মোদী! রাহুলের কটাক্ষ, এই যন্ত্র কী ভাবে কাজ করে-আনন্দবাজার পত্রিকা
সোমবার বিশ্ব অর্থনৈতিক মঞ্চের ‘দাভোস অ্যাজেন্ডা সামিটে’ ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণ দেওয়ার সময় আচমকাই থেমে যান ভারতের প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের একটি অংশের দাবি, ‘টেলিপ্রম্পটার (টিপি)’ বিগড়ে যাওয়াতেই মাঝপথে থেমে যেতে হয়েছে মোদীকে। যদিও সরকারি তরফে তার সত্যতা স্বীকার করা হয়নি। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী টুইট করে মোদীকে কটাক্ষ করেছেন। টুইটের মর্মার্থ, মোদী এতই মিথ্যে বলছিলেন যে টেলিপ্রম্পটারও তা সহ্য করতে পারেনি। এ নিয়ে পক্ষে বিপক্ষে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু জানেন কি, কী এই টেলিপ্রম্পটার বা টিপি?
উত্তরপ্রদেশ রাজনীতিতে নয়া ট্রেন্ড, যোগীর পর ভোটে লড়ার সিদ্ধান্ত অখিলেশের-আজকাল/সংবাদ প্রতিদিন
বিস্তারিত খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া ট্রেন্ডের সূচনাই হল বলা যায়। কারণ যোগী আদিত্যনাথের পর শেষ মুহূর্তে মত বদলে উত্তরপ্রদেশ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ যাদব। শেষবার ২০০২ বিধানসভা নির্বাচনে ভোটে লড়েছিলেন সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুলায়ম সিং যাদব। প্রয়োজনে অখিলেশকে দুটি আসন থেকে দাঁড় করাতে পারে দল। এদিকে বুধবারই উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।