ইরানের ঐতিহ্যবাহী ওষুধকে আধুনিক ধারায় নিয়ে আসার গবেষণায় ব্যাপক সাফল্য: ডক্টর আরমান জারগারান
জুলাই ১৮, ২০১৯ ১৬:৩৬ Asia/Dhaka
ইরানের ঐতিহ্যবাহী ওষুধকে আধুনিক চিকিৎসার ধারায় নিয়ে আসার গবেষণা ব্যাপক সফলতা লাভ করেছে।
সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব
সাক্ষাৎকারের তৃতীয় বা শেষ পর্ব
তিন পর্বে এ বিষয়ে আলোচনা করেছেন তেহরান চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পারস্যের চিকিৎসা বিদ্যা ফ্যাকাল্টির আন্তর্জাতিক বিষয়ক ভাইস ডিন এবং ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আরমান জারগারান। তিনি বলেছেন,পারস্যের

চিকিৎসা বিদ্যা বিষয়ক ফ্যাকাল্টি স্নাতকোত্তর পাঠ দানের কেন্দ্র। এর আওতায় ১৫টি ফ্যাকাল্টি রয়েছে। এতে প্রায় ১০০ ছাত্র অধ্যায়ন করছেন। ইরানের ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্র, ঐতিহ্যবাহী ওষুধ বিদ্যা এবং ঐতিহ্যবাহী ওষুধ তৈরির বিদ্যা বা ফার্মেসির ওপর পড়াশোনা করছেন তারা। এ বিভাগে অধ্যায়নরত ছাত্ররা সবাই চিকিৎসক। সম্প্রতি এ বিভাগে একজন বাংলাদেশি ছাত্রও যোগ হয়েছেন। এ সাক্ষাৎকার নেয়ার পর পরই যোগ দেন তিনি।
পার্সটুডে/মূসা রেজা/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।