মরণোত্তর চক্ষুদান নিয়ে শ্রোতাদের প্রশ্নোত্তর : ডা. মো সিদ্দীকুর রহমান
ডিসেম্বর ১০, ২০১৯ ১৯:২৯ Asia/Dhaka
মরণোত্তর চক্ষুদান নিয়ে প্রচারিত কয়েক পর্বের অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রোতাভাই বন্ধুদের প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। এ সব প্রশ্ন থেকে মনে হয় সঠিক প্রচার চালানো গেলে বাংলাদেশে মরণোত্তর চক্ষুদান স্বাভাবিক ঘটনায় পরিণত হবে।
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
রেডিও তেহরানের শ্রোতাবন্ধুদের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো সিদ্দীকুর রহমান । দু'পর্বে এ সব প্রশ্নের জবাব দেন তিনি। এ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার ভিশন আই হাসপাতালে গ্লুকোমা বিশেষজ্ঞ ও ল্যাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন।।#